হবিগঞ্জে সড়কে ময়লা-আবর্জনার স্তূপ, অতিষ্ঠ শহরবাসী

01হবিগঞ্জ শহরের ব্যস্ততম বাইপাস সড়কে পৌরসভার ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ-জীবাণু। বার বার পৌর কর্তৃপক্ষকে বলার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এর ফলে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠছে।
সরেজমিন দেখা গেছে, হবিগঞ্জ শহরের ব্যস্ততম বাইপাস সড়কের দু’পাশে রয়েছে বৃন্দবান সরকারি কলেজ, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম ও আনসার একাডেমি। ওই সড়কের রাস্তার দু’পাশে হবিগঞ্জ পৌরসভার ময়লা আবর্জনার স্তূপ রয়েছে। প্রতিদিন শহরের যাবতীয় ময়লা আবর্জনা ওই স্থানে ফেলে দেয় পৌরসভার নিয়োজিত কর্মীরা। এতে পথচারীরা পড়েছে বিপাকে। এসব ময়লা- আবর্জনায় পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ-জীবাণু।
স্থানীয় পথচারী আব্দুর রউফ জানান, এখানে ময়লা আবর্জনার কারণে শহরের লোকজন আসে না। অনেকেই বিশেষ প্রয়োজনে আসলে নাকমুখ ঢেকে আসতে হয়। আবর্জনার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে প্রতিনিয়ত।02
একই এলাকার ব্যবসায়ী রহমত আলী জানান, ময়লা-আবর্জনার কারণে তাদের ব্যবসা দিন দিন কমে যাচ্ছে। এখানে লোকজন আসতে চায় না। শুধুমাত্র ময়লা-আবর্জনার কারণে লোকজন চলাচল কমে গেছে। বার বার পৌর কর্তৃপক্ষকে বলার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না।
হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে আধুনিক স্টেডিয়ামে বড় ধরনের কোনও ইভেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। তারা বিষয়টি নিয়ে আন্দোলন করলেও কোনও কাজ হচ্ছে না।
03হবিগঞ্জ জেলা বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। তাদের কোনও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নেই। পৌরসভার ময়লা-আবর্জনার অনেক পানির রাস্তা ভরাট হয়ে যাচ্ছে কিন্তু তারা কোনও প্রদক্ষেপ নিতে পারেনি। এ ব্যাপারে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। ’
হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ বলেন, ‘পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য শহরের পাশের সুবিদপুর এলাকায় জায়গা কেনা হয়েছে। কিন্তু সেখানে মামলা থাকার কারণে ময়লা ফেলা হচ্ছে না। আমরা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে সঙ্গে নিয়ে এর সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’