মৌলভীবাজারে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের কাজ শুরু

খালে পড়ে থাকা বগির উদ্ধার কাজ চলছে


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিংয়ের অদূরে সেতু ভেঙে খাদে পড়ে যাওয়া ‘উপবন এক্সপ্রেস’র  বগিগুলো উদ্ধারের কাজ চলছে। শনিবার সকাল ৭টা থেকে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার মো. আফছার উদ্দীন এ কথা জানান।

উদ্ধার কাজের জন্য ট্রেন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,‘উদ্ধারকারী রিলিফ ট্রেন শনিবার সকাল থেকে ব্রিজের নিচে পড়া থাকা দুটি বগিসহ মোট ৫টি বগি উদ্ধারের কাজ শুরু করেছে। আশা করি দুপুর দেড়টার মধ্য সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

অন্যদিকে দুর্ঘটনাস্থল বড়ছড়ার ব্রিজ দিয়ে পাহাড়ি ঢল নামে। কিন্তু নাব্য হ্রাসের কারণে ছড়ার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনার পর দুটি বগি ব্রিজের নিচে পড়ে থাকায় পানি আটকে যাওয়ায় ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এ কারণে রেল বিভাগ কোনও ঘোষণা ছাড়াই সকাল থেকে বগিগুলো উদ্ধারকাজ শুরু করেছে। 

উল্লেখ্য মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি খালে পড়ে গেছে। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে রবিবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার অদূরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ জন নিহত ও প্রায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন