খাদ্যে বিষক্রিয়ায় স্কুলছাত্রীর মৃত্যু





মৌলভীবাজারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলানগর গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় ইমা আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষক্রিয়ায় আসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই ছাত্রীর মা ও ভাইও। রবিবার (১১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
নিহত ইমা স্থানীয় হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুর রহিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের স্ত্রী জাহানারা বেগম (৪৬) তার দুই সন্তান ইমন মিয়া (১৯) ও ইমাকে নিয়ে হেলানগর গ্রামেই বাস করেন। শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে তিন জন একসঙ্গে খাবার খান। এরপর বমি করতে শুরু করেন। রাতেই স্বজনরা তাদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমা চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ওই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীনাবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, শনিবার নিহতের মা জাহানারা ও ভাই ইমনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহাম্মদ নূরুল হক বলেন, ‘জাহানারা, ইমন ও ইমার বমি ও মাথাব্যথা ছিল। তবে ইমা চিকিৎসা নিতে রাজি হয়নি। খাবারে বিষক্রিয়ায় তারা তিন জনই অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে । তবে কোন ধরনের বিষ ছিল তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাবে না।’
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’