মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আটক

শাওন রায় কানু মৌলভীবাজার পৌর শহর থেকে শাওন রায় কানু (৪৫) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার পৌর শহরের কুদরত উল্ল্যা সড়কের আলআমিন জেনারেল স্টোর থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, শাওন বিকালে শহরের কুদরতউল্ল্যা সড়কের আলআমিন জেনারেল স্টোরে গিয়ে বলে আপনারা পলিথিনের ব্যবসা করেন, আমি ডিবির লোক আমাকে টাকা দিতে হবে। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে পরিচয় নিশ্চিত করতে মৌলভীবাজার জেলার গোয়েন্দা পুলিশকে খবর দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে তারা নিশ্চিত হন সে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদা আদায় করতো।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাওন রায় কানু শ্রীমঙ্গল উপজেলার ক্যাথলিক মিশন রোডের বিমল রায়ের ছেলে বলে জানান, গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায়।