সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ

 

করোনা পরীক্ষা

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট ওসমানী মেডিক্যালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে অক্সিজেন খোলার পর তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন  বিশেষজ্ঞরা।

বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, সন্ধ্যার দিকে তাকে সড়কপথে  অ্যাম্বুলেন্স করে ঢাকায় নেওয়া হয়।

সিলেট শামসুদ্দিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু যথাযথ আছে। চিকিৎসকের পরিবারের দাবির প্রক্ষিতে তাকে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে।