সিলেট বিভাগে চিকিৎসক-নার্সসহ আরও ৩০জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসসিলেটে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিপিআর ল্যাবে ৮ জন এবং ঢাকা থেকে আরও ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার (১৩ মে) আমাদের পিপিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে দুই চিকিৎসক ও দুই নার্সসহ ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাই মৌলভীবাজার সদরের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে বুধবার (১৩ মে) ৩৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এরমধ্যে ২২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৫ জন ও সিলেট জেলায় ৫ জন।