সিলেটে তেলের লরি বিস্ফোরণ, নিহত ২

সিলেটসিলেটের দক্ষিণ সুরমায় তেলের লরির ভেতরে প্রবেশ করে মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুচাই এলাকার বাসিন্দা ওয়ার্কশপের কমর উদ্দিন ও লরিটির চালকের মনির মিয়া।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলা বাজার থানাধীন কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে দমকলবাহিনীর সদস্যরা।
মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেন জানান, পদ্মা ওয়েলের তেলের গাড়িটি মেরামত করতে গিয়ে ওয়েল্ডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গাড়িতে গ্যাস জমেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়। এতে দুইজন নিহত জন। আরেকজন গুরুতর আহত হন।
সিলেট ফায়ার স্টেশনের কর্মকর্তা রায়হান চৌধুরী জানান, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে ছিটকে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়।