হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

বাস ধর্মঘটমহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস-মিনিবাস ধর্মঘট চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে হবিগঞ্জ-সিলেটসহ জেলার সব অভ্যন্তরীণ সড়কে ধর্মঘট চলছে। হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে। 

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বাস ধর্মঘট

তিনি জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কে সিএনজিসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে প্রশাসনকে জানালেও কোনও কাজ হয়নি তাই ধর্মঘট আহ্বান করা হয়েছে। আগামীকাল থেকে প্রয়োজনে ট্রাকও বন্ধ করে দেওয়া হবে। 

বাস ধর্মঘট থাকায় বিপাকে যাত্রীরা

সকালে হবিগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীদের চরম দুর্ভোগ। হঠাৎ করে বাস মিনিবাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী লোকজন। অনেকেরই কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। 

বাস ধর্মঘট থাকায় বিপাকে যাত্রীরা

বশির জানান, পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় আমরা শ্রমিকরা বিপাকে পড়েছি। সময়মতো কাজে যোগদান না করলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। 

বাস ধর্মঘট থাকায় বিপাকে যাত্রীরা

শাহাদাত হোসেন নামে এক যাত্রী বলেন, ‘আমাদের অফিস মিটিং ছিল। হবিগঞ্জ থেকে ৬ জন অংশগ্রহণ করার কথা কিন্তু ধর্মঘটের কারণে কষ্ট হচ্ছে। বিকল্পপথে সময়মতো পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে।’

এ সময় অনেক শ্রমিককে দেখা গেছে বাস না চলাচলের কারণে ট্রাকে করে নির্দিষ্ট স্থানে যাতায়াত করতে।