সিলেটের দুটি পৌরসভায় আ.লীগের বিদ্রোহীদের জয়

সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় হয়েছে। শুধু পরাজয়ই নয়, মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতেই পারেননি তারা।

জানা গেছে, শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ৫ হাজার ৮৫১ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মোবাইল প্রতীকের জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট ও প্রথমবারের মত দলীয় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট। ৯টি ভোটকেন্দ্রে ২২ হাজার ৯১৬জন ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ১৫ হাজার ৭৯৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ২৫৭ জনের ভোট বাতিল হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।

অপরদিকে জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) আব্দুল আহাদ পেয়েছেন ২ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিষ্কৃত) ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট। জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৩৪৮। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ হাজার ৭৪০ জন ভোটার। বাতিলকৃত ভোট হচ্ছে ২১৫।

এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জের উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব।