সুনামগঞ্জে এমপি মানিক প্রথম করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে শুরু হচ্ছে করোনার ভ্যকসিন প্রয়োগ কর্মসূচি। সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক প্রথম ভ্যাকসিন গ্রহণ করে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির সূচনা করবেন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। পরে বিভিন্ন পর্যায়ের সম্মুখ যোদ্ধাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হবে। এর আগে সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম টিকা নেবেন বলে জানালেও দুপুরের পর তা সংশোধন করে এই তথ্য জানান সিভিল সার্জন।
প্রথম ধাপে সুনামগঞ্জ জেলার জন্য ৮৪ হাজার ভ্যাকসিন এসেছে। জেলার পাশাপাশি ধারাবাহিকভাবে উপজেলাগুলোতেও টিকা দেওয়া শুরু হবে। এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।