আগুনে ৬তলা ভবনসহ ৮ দোকান পুড়ে ছাই

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানিতেলের দোকান (পেক পয়েন্ট), ৬ তলা একটি ভবনসহ ৮টি দোকান প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়েছে। ধারণা করা হচ্ছে আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলকর্মী ও পুলিশ জানায়, রবিবার (১৬ মে) রাতে একটি ভাঙারি দোনের প্লাস্টিক সামগ্রী থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে আগুন পাশের জ্বালানিতেলের দোকানে (পেক পয়েন্ট) আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জ্বালানি ভর্তি বেশ কয়েক ড্রাম তেল ও রান্নার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়লে ৬তলা ভবনসহ আশপাশের আরও কয়েকটি দোকান মিলে ৮টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে আসা ফায়ারসার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজার ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ অন্যন্যরা।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে বলে জানান তিনি।