টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের পর্যটন এলাকায় জনসমাগম নিষেধ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকের টিলা, যাদুকাটা নদীসহ সব পর্যটন এলাকায় জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) এ ঘোষণা দিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, করোনার সংক্রমণের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আজ থেকে তাহিরপুরের সব পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম বন্ধ রেখেছি। যদি কেউ আইন অমান্য করে পর্যটন এলাকায় ঘুরতে যান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, তাহিরপুরের পর্যটন এলাকায় বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে পর্যটকরা ঘুরতে আসছেন। যেহেতু দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে সে ক্ষেত্রে এ এলাকার সব পর্যটন কেন্দ্রে জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ এসব এলাকায় ঘুরতে আসা অনেক পর্যটককে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।