৫ মিনিটে দুই ডোজ টিকা পেলেন যুবক 

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মিনিটের ব্যবধানে জাহেদ আহমদ নামের এক যুবককে দুই বার করোনার টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে করোনার টিকাকেন্দ্রের বুথে দায়িত্বরত নার্স (ব্রাদার) ভুলবশত তাকে দ্বিতীয়বার টিকা দেন। জাহেদ আহমদ উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের মরহুম আব্দুল মুক্তাদির কালা মিয়ার ছেলে।

জাহেদ জানান, শনিবার দুপুরে তিনি মা ও স্ত্রীকে নিয়ে টিকার দ্বিতীয় ডোজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। নিজে প্রথম টিকা নেওয়ার পর তার মা ও স্ত্রীর টিকা নেওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় তিনি পাশের একটি চেয়ারে গিয়ে বসেন। এরপর প্রায় পাঁচ মিনিটের মধ্যে আরেকজন নার্স (ব্রাদার) এসে তার শরীরে আরেকটি টিকা পুশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এক ব্যক্তিকে একই দিনে দুইবার টিকা দেওয়ার কোনও নিয়ম নেই।