জগন্নাথপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

সুনামগঞ্জের জগন্নাথপুর শহরের ইসহাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো। 

বুধবার (১ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এরপর সংঘর্ষের ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিম পক্ষের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে একাধিকবার সংঘর্ষ ঘটেছে। 

বুধবার রাতে দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ন জন আহত হয়।  গুলিবিদ্ধ ২০ জনকে ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।