দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে পিটুনিতে সালিশদারের মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে একপক্ষের লোকজনের পিটুনিতে এক সালিশদারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মো. তালিম উদ্দিন (৫৫) সদরগড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদরগড় গ্রামের মৃত কালো মিয়ার ছেলে মো. পারুল মিয়া ও বদরুল মিয়ার ছেলে শাহ জামালের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জিহাদ মিয়া ও শাহিন মিয়ার ছেলে আরিফ মিয়ার ঝগড়া হয়। এ সময় গ্রাম্য সালিশদার তালিম উদ্দিন উভয় পক্ষের লোকজনকে থামানোর চেষ্টা করেন। তখন মো. পারুল মিয়া ও শাহ জামাল মিলে পিটুনি দিলে তালিম মিয়ার মৃত্যু হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। 

এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।