সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৪৭৩১ শিক্ষার্থী

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়। বোর্ড সূত্র জানায়, এবার বোর্ডে ৬৬ হাজার ৬৬১ জন অংশ নেয়। পাস করেছে ৬৩ হাজার ১৯৩ জন। 

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৩১ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার ৪৮৯ জন বেশি শিক্ষার্থী ফলের সর্বোচ্চ এই সূচক অর্জন করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সিলেটে এইচএসসি পরীক্ষার গতবার পাসের হার ছিল শতভাগ। আর এবার পাসের হার  ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ২৪২ জন শিক্ষার্থী। এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৩১ জনে।

বিজ্ঞান বিভাগ থেকে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৯০১ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন।

সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ১৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে এক হাজার ৫৬১ জন ও মেয়ে এক হাজার ৬৩৬ জন। হবিগঞ্জের ৪৪০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ১৮৯ জন ছেলে এবং ২৫১ জন মেয়ে। মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ৮৩৫ জন। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ৪৮৫ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৫৯ জন। এর মধ্যে ৯৩ জন ছেলে এবং ১৬৬ জন মেয়ে।