ধর্মপাশা ও শাল্লায় ভেঙে গেছে ফসল রক্ষা বাঁধ

সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লা উপজেলার কইয়ার বন্দ হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় তিন হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরে ডুবাইল বাঁধ ভেঙে যায়। এতে দুই হাজার ৯৭০ হেক্টর জমি তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকরা।

এদিকে বিকাল ৫টায় শাল্লা উপজেলার পাশে পুঠিয়া ও কৌইয়া হাওরের বাঁধ ভেঙে যায়। এতে তলিয়ে ২শ’ একর ফসলি জমি তলিয়ে গেছে।

ধর্মপাশা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ইমরান হোসেন এবং শাল্লা উপজেলার মোহাম্মদ আব্দুল কাঈয়ুম বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন।