নৌকাডুবির ৮ ঘণ্টা পর ভেসে উঠলো জেলের লাশ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে নৌকাডুবির আট ঘণ্টা পর শরীফ উদ্দিন নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর কুড়ালিয়া গ্রামের পাশে কুড়ালিয়ার হাওর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে হাওরে মাছ ধরতে যান শরীফ উদ্দিন ও লোকমান। একপর্যায়ে হাওরের উত্তাল ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকা ডুবে যায়। এ সময় লোকমান সাঁতরে তীরে উঠতে পারলেও শরীফ ডুবে যান। এ ঘটনার প্রায় আট ঘণ্টা পর দুপুর ২টার দিকে লাশ ভেসে ওঠে। এরপর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করা হয়েছে। লোকমানকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

জামালগঞ্জ থানার এসআই মাসুদ পারভেজ জানান, হাওরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শরীফ নামে এক জেলে মারা গেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।