‘দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের মজুরি ও বোনাস দেওয়া হবে’

বাংলাদেশ চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, ‘দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সব চা-বাগানের শ্রমিকদের ১৭০ টাকা মজুরিসহ বোনাস দেওয়া হবে। ইতোমধ্যে চা-বোর্ডের বাগানগুলোতে মজুরি ও অন্যান্য সুবিধা দেওয়া শুরু হয়েছে। দেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন বেশি হচ্ছে। আমরা এখন চা-রফতানির ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেজন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি।’ 

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রো প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, ‘চা-রফতানির ক্ষেত্রে মানসম্পন্ন চা উৎপাদনের বিকল্প নেই। মূলত আমাদের টি প্ল্যান্টাররা টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটাই প্রথম একটি ফরমাল কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। চা-শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের আন্তরিকতায় দেশের চা-শিল্প সমৃদ্ধ হবে।

প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম, বাংলাদেশীয় চা সংসদ সিলেট অ লে’র চেয়ারম্যান ও ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি এম শিবলি। এ সময় উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী।

বাংলাদেশ চা-বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটের চা উৎপাদন এবং ব্যবসায় জড়িতদের দক্ষতা উনয়নকল্পে পাঁচ দিনের এ প্রশিক্ষণ কোর্সে সিনিয়র টি প্ল্যান্টার, ব্রোকার্স হাউজের অভিজ্ঞ টি টেস্টার, বিটিআরআই ও পিডিইউর বিভিন্ন কর্মকর্তাসহ চা-শিল্পে জড়িত প্রায় ৩৪ জন অংশ নেন।