X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দিন দিন বাড়ছে চা উৎপাদন ও রফতানি

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ মার্চ ২০২৩, ১৯:২৯আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৯:৩১

চা উৎপাদন এবং ব্যবসায় জড়িত ব্যক্তিবর্গের দক্ষতা উন্নয়নে ‘চায়ের স্ট্যান্ডার্ড গুণাবলী ও রফতানি’ ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মশালার আয়োজন হয়েছে। কর্মশালায় অতিথিরা জানিয়েছেন, দিন দিন বাড়ছে চা উৎপাদন ও রফতানি। এজন্য গুণগত মানের চা উৎপাদন করতে হবে।

সোমবার (০৬ মার্চ) দিনব্যাপী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। পিডিইউ’র পরিচালক ড. একেএম রফিকুল হকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের চিফ এক্সিকিউটিভ শেখ আলিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশীয় চা-সংসদ সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী, ফিনলে, ডানকান, ইস্পাহানি, সিটি গ্রুপ ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন কোম্পানির চা বাগানের কর্মকর্তা, ব্রোকার্স হাউজ ও টি টেস্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

কর্মশালায় পিডিইউ’র পরিচালক ড. রফিকুল হক বলেন, ‘বাংলাদেশ চা বোর্ড চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগতমান বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় চা রফতানি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন। লন্ডন টি এক্সচেঞ্জ বর্তমানে ৪৩টি দেশে সফলতার সঙ্গে ব্যবসা করছে। তাদের মাধ্যমে চায়ের রফতানি আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘দেশে চায়ের উৎপাদন দিন দিন বাড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কাজ করছে চা বোর্ড। গুণগত মানের চা উৎপাদন এবং উৎপাদিত চায়ের মান যাচাইয়ের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছি আমরা। আশা করছি, এতে সবাই উপকৃত হবেন।’

তিনি আশা প্রকাশ করেন, দেশের অনেক চা বাগানের মালিক অথবা ব্যবস্থাপক জানেন না, কোন কোন গুণাবলী থাকলে চা রফতানি করা সহজ হয়। রফতানি বাড়ানোর জন্য আগামীতে চায়ের স্ট্যান্ডার্ড গুণাবলী সম্পর্কে হাতেকলমে বাগান ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
‘বঙ্গবন্ধু চা ভবন’ নির্মাণের সিদ্ধান্ত
আছিব ব্রাদার্সের চা ব্যবসার লাইসেন্স বাতিল
‘চা-শিল্পে সফল উদ্যোক্তা ছিলেন কাজী শাহেদ আহমেদ, তার মৃত্যু অপূরণীয় ক্ষতি’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা