X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

‘চা-শিল্পে সফল উদ্যোক্তা ছিলেন কাজী শাহেদ আহমেদ, তার মৃত্যু অপূরণীয় ক্ষতি’

পঞ্চগড় প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ২০:০৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২০:০৪

চট্টগ্রাম ও সিলেটের শ্রীমঙ্গলের পর দেশের তৃতীয় চা-নিলাম কেন্দ্র চালু হচ্ছে পঞ্চগড়ে। আগামী ২ সেপ্টেম্বর  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এর উদ্বোধন করবেন। কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে বাংলাদেশ চা-বোর্ড ও জেলা প্রশাসন।

সভায় জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। সভার সভাপতি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. জহুরুল ইসলাম।

পঞ্চগড় জেলায় চা-শিল্পের পথিকৃৎ ছিলেন কাজী শাহেদ আহমেদ উল্লেখ করে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘চা-আবাদে কাজী শাহেদ আহমেদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। চা-শিল্পে সফল উদ্যোক্তা ছিলেন তিনি। তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসঙ্গে তার মাগফিরাত কামনা করছি।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘কাজী শাহেদ আহমেদ সৌখিন মানুষ ছিলেন। চা-চাষের মাধ্যমে পঞ্চগড়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছেন। কৃষি, শিল্প ও পরিবেশ সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন। বছরের পর বছর পড়ে থাকা অনাবাদি জমিতে জৈব পদ্ধতিতে নিরাপদ চায়ের চারা রোপণ করে জেলাকে সবুজায়ন করে তুলেছেন। প্রকৃতি ও পরিবেশকে বৈচিত্র্যময় করেছেন। আমরা একজন সফল উদ্যোক্তাকে হারালাম। তার মৃত্যু চা-শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি।’

সভায় আরও উপস্থিত ছিলেন চা-বোর্ডের যুগ্ম সচিব নূরুল্লাহ নূরী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, বাংলাদেশ চা-বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, চা-চাষি, বাগান মালিক, কারখানা মালিক, নিলাম কেন্দ্রর ক্রেতা, নিলাম ডাকে স্থানীয় অংশগ্রহণকারী, ব্রোকার হাউসের কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজনেরা।

পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে বাংলাদেশ চা-বোর্ড ও জেলা প্রশাসন

সভায় বক্তারা নিলাম কেন্দ্রের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পঞ্চগড় দেশে চা-উৎপাদনে দ্বিতীয়। এখানে নিলাম কেন্দ্র হলে উত্তরাঞ্চলের চা-চাষিসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সভায় চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উৎপাদিত চায়ের মান বাড়ানোর পাশাপাশি চোরাইপথে চা-পাতা বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতসহ সরকারের বিভিন্ন দফতরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা-চাষ শুরু হয়। যা পরে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলায় সম্প্রসারিত হয়েছে। গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে; যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে।’

সভায় জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনলাইনে নিলাম পরিচালনা করা হবে। এজন্য ব্রোকার ও ওয়্যার হাউস নির্মাণ করা হয়েছে।

চা-বোর্ডের পঞ্চগড় কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘পঞ্চগড়ে দেশের তৃতীয় চা-নিলাম কেন্দ্র উদ্বোধনের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে চা-বোর্ড পাঁচটি ব্রোকার হাউস ও দুটি ওয়্যার হাউসকে লাইসেন্স দিয়েছে। অনলাইন অকশন সিস্টেম ডেভেলপ করা হয়েছে। চা-বোর্ড, জেলা প্রশাসন ও স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অনলাইনে এই নিলাম মার্কেটের জন্য একাধিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করেছে।’

/এএম/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
৩০ আগস্ট ২০২৩, ২০:০৪
‘চা-শিল্পে সফল উদ্যোক্তা ছিলেন কাজী শাহেদ আহমেদ, তার মৃত্যু অপূরণীয় ক্ষতি’
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
সম্পর্কিত
এক জাতের ফুলেই বছরে লাভ ১৮ লাখ টাকা
অনাবাদি জমি এখন ফসলে ভরপুর, রেকর্ড পরিমাণ ভুট্টা চাষ
আলোচনায় সমস্যা সমাধানএনটিসির চা-শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত, কর্মবিরতি প্রত্যাহার
সর্বশেষ খবর
বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান কর্মসূচি প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের
বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান কর্মসূচি প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের
যমুনা গ্রুপের বোলিং প্রতিযোগিতায় লাইফস্টাইল চ্যাম্পিয়ন
যমুনা গ্রুপের বোলিং প্রতিযোগিতায় লাইফস্টাইল চ্যাম্পিয়ন
দিনদুপুরে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরি
দিনদুপুরে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে চুরি
সেন্টমার্টিনের প্রতিবেশ রক্ষায় অভিযান শুরু
সেন্টমার্টিনের প্রতিবেশ রক্ষায় অভিযান শুরু
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত