যুবকের কাছে পাওয়া গেলো রকেট লঞ্চার

সিলেটের গোলাপগঞ্জের রনকেলী গোলোপাড় এলাকা থেকে শেখ আলী হোসেন (৩৭) নামের এক যুবকের কাছ থেকে একটি অত্যাধুনিক রকেট লঞ্চার উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রটিসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।

শেখ আলী হোসেনের একটি স্টুডিও আছে গোলাপগঞ্জ বাজারে। তিনি উপজেলার রনকেলী গোলোপাড় এলাকার শেখ সালেহ আহমদের ছেলে। রকেট লঞ্চারটি বিপজ্জনক হওয়ায় পরদিন বুধবার (২৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯–এর বোমা ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলের পাশের একটি খোলা জায়গায় নিরাপদ স্থানে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

গ্রেফতার যুবক ও উদ্ধার হওয়া রকেট লঞ্চার

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. ইকরামুল আহাদ। তিনি জানান, গত মঙ্গলবার রাতে র‌্যাব-৯–এর একটি দল উপজেলার রনকেলী গোলোপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ অত্যাধুনিক রকেট লঞ্চার অ্যামুনেশনসহ শেখ আলী হোসেন নামের এক যুবককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া যুবক অবৈধভাবে রকেট লঞ্চার নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। পরে তাকে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শেখ আলী হোসেনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করার জন্য আলী হোসেনকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে রবিবার।