আ.লীগ প্রার্থীর অর্ধেক ভোট পেলেন বিএনপি নেতা

সিলেটের ওসমানী নগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ। তিনি পেয়েছেন ২৮ হাজার ৯৩২ ভোট। তার নিকতম প্রতিন্দ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৪১৬ ভোট।

বুধবার (২ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। এর আগে সকাল ৮টা থেকে ইভিএমে ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া টিয়া পাখি প্রতীকে ১৫ হাজার ৯৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিন্দ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী তালা প্রতীকে ১১ হাজার ১০৮ ভোট পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জানাহারা বেগম কলস প্রতীকে ২৩ হাজার ৪৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিন্দ্বন্দ্বী মুছলিমা আক্তার চৌধুরী সেলাই মেশিন প্রতীকে ১৪ হাজার ৭৬৭ ভোট পেয়েছেন।