সিলেট মহানগর বিএনপির প্রধান তিন পদে নির্বাচিত হলেন যারা

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট মহানগর বিএনপির কাউন্সিল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সম্মেলনে ভোটদানের জন্য সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৭১ জন করে মোট এক হাজার ৯১৭ জনকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত হন। মহানগর বিএনপির নেতৃত্বে আসতে তিনটি পদে আট জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জানা গেছে, এক হাজার ৫২ ভোট পেয়ে মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম হোসাইন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট। এ ছাড়া এক হাজার ৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইমদাদ হোসেন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সাফেক মাহবুব ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম পেয়েছেন ৬২৩ ভোট। সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে।