বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

সিলেট জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক থাকলেও বাস আটক করে থানায় নিয়ে যায় জকিগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাঁও গ্রামের হুসাইন আহমদের ছেলে ছেলে মেহদি আহমদ (২০) এবং একই এলাকার শাহিদ আহমদের ছেলে মাহাদি হাসান রাহাত (১৯)। নিহতরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপকান্ত নাথ। তিনি বলেন, ‘শুক্রবার বিকালে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা (মৌলভীবাজার-জ -১১-০০০১) বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাস পুলিশে হেফাজতে আছে।’