ভর্তি বাণিজ্যের অভিযোগে যে ১৫ স্কুলকে চিঠি দিলো দুদক

দুদকভর্তি বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর পরিচিত ১৫টি স্কুলের প্রধানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার (৮ জানুয়ারি) দুপুরে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী এ চিঠি পাঠান। চিঠিতে বিভিন্ন শ্রেণিতে শূন্য আসন সংখ্যা, শূন্য আসনে ভর্তির পদ্ধতি ও নীতিমালা সম্পর্কে ১২ জানুয়ারির মধ্যে স্কুলগুলোকে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের পক্ষ থেকে যে স্কুলগুলোকে চিঠি দেওয়া হয়েছে সেগুলো হলো— ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ও মণিপুর উচ্চ বিদ্যালয়।
দুদকের কাছে রাজধানীর সুপরিচিত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভর্তি বাণিজ্য সম্পর্কিত বেশকিছু অভিযোগ আসে। অভিযোগ যাচাই শেষে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সেই তদন্তের অংশ হিসেবে এসব স্কুলকে ভর্তি সংশ্লিষ্ট তথ্যগুলো দুদকের কাছে জমা দিতে বলা হয়েছে।

/আরজে/টিআর/