এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৮ হাজার ৫২০ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি)এসএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ৮ হাজার ৫২০ জন শিক্ষার্থী। এছাড়া সারাদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বহিষ্কৃত হয়েছে ১৬ জন শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। সাব-কমিটির তথ্য অনুযায়ী, এ বছর ১০টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ৪ হাজার ৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ৩ হাজার ২১২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১ হাজার ২৩৭ জন অনুপস্থিত ছিল।
প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ২৩৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৩১ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭১৬ জন, যশোর শিক্ষা বোর্ডে ৪৩২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩২৫ জন, সিলেট শিক্ষা বোর্ডে ২৬৫ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ২৯৪ জন এবং দিনাজপুরে ৩৬৯ জন।
এদিকে, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কেবল ঢাকা শিক্ষা বোর্ডের ১ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে প্রথম দিনে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় এদিন। তবে সারাদেশের কোথাও কোনও পরিদর্শক বহিস্কারের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-

দিনে দু’বেলা পরীক্ষার প্রস্তুতি নিন: শিক্ষামন্ত্রী

আসল প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী



/এসএমএ/টিআর/