আসছে আরও ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়

আসছে আরও ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়দেশে আরও ৬টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের প্রজ্ঞাপণ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য সমাপ্ত ২০১৫ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন। এরমধ্যে রাজধানী ঢাকায় রয়েছে দুটি। নতুন ৬টিসহ দেশে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৮৯টিতে। বর্তমানে দেশে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
নতুন অনুমোদিত ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ঢাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার (গুলশান) এবং কানাডিয়ান ইউনিভার্সিটি (তেজগাঁও)। এ ছাড়াও মানিকগঞ্জে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম।
উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় থেকে মোট সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
/এসআই/ এসএম/