ঢাবির শতবর্ষপূর্তির ভার্চুয়াল অনুষ্ঠান বৃহস্পতিবার

আগামী ১ জুলাই বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি। চলমান করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে শারীরিক উপস্থিতে কোনও অনুষ্ঠান হবে না, তবে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম জানান, ১ জুলাই অনলাইন প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে  ওইদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ভার্চুয়াল আলোচনা সভা। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন বিশিষ্ট ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য দেবেন। ভার্চুয়াল আলোচনা সভা ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, ঢাবির শতবর্ষপূর্তির বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আগামী ১ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।