আইডিয়ালের কর্মকর্তা আতিকের দুর্নীতি তদন্তে কমিটি

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

কলেজ শাখার পরিচালককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- উপ-পরিচালক (কলেজ) ও সহকারী পরিচালক (কলেজ)। সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত ১৯ আগস্ট স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ সোমবার (২৩ আগস্ট) রাতে প্রকাশ করা হয়।   

এর আগে গত ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আতিকুর রহমান খানের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশের পর তদন্ত কমিটি গঠন করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কমিটি গঠন সংক্রান্ত আদেশে জানানো হয়, ঢাকা মহানগরীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা/উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পত্রে তদন্ত করে প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আতিকুর রহমান খান ২০০৪ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। ২০১৫ সাল থেকে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক কলেজে প্রশাসনিক কর্মকর্তার কোনও পদ নেই। অবৈধভাবে এই সৃষ্টি করে তাকে নিয়োগ দেওয়া হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: 
আইডিয়াল স্কুলের অফিস সহকারী আতিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
বেতন ৩০ হাজার, ব্যাংকে লেনদেন শত কোটি টাকা!