স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দায়িত্বশীলদের বৈঠক, কওমি মাদ্রাসা খুলে দেওয়ার আশ্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন আল  হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যা’র শীর্ষ কর্মকর্তারা।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে বোর্ডের আট সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এদিন রাতে  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোর্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল হাইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে আট জনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এতে দাবি করা হয়, অচিরেই কওমি মাদ্রাসা খুলে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আলেমদের আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে মক্তব ও হেফজখানার পর পর্যায়ক্রমে বাকি ক্লাসগুলো খুলে দেওয়া হবে।

প্রতিনিধি দলে ছিলেন— মাওলানা নুরুল ইসলাম, আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।