আসন্ন ঈদুল আজহার আগে অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধে চিঠি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে কলেজ অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন আহাম্মদের গত ২৫ মে সই করা চিঠি সোমবার (৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, কলেজ/প্রতিষ্ঠানের সব পর্যায়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর বেতন, বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য দেনা-পাওনা ঈদের ছুটির আগেই পরিশোধ করার জন্য ভাইস-চ্যান্সেলর আহ্বান জানিয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতাদি ঈদের ছুটির আগেই পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।