X
সোমবার, ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

দ্বিতীয় দিনের পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৩:০৫আপডেট : ২৭ মে ২০২৫, ১৩:০৫

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতিতে রয়েছেন সহকারী শিক্ষকরা। মঙ্গলবার (২৭ মে) সকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

এর আগে সোমবার (২৬ মে) থেকে সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতিতে যান। শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। ফলে আজও দেশের ৬৫ হাজার ৫৬৭টি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

তিন দফা দাবিতে তারা এর আগে গত ৫ মে থেকে এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেন, যা চলে ১৫ মে পর্যন্ত। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ছিল অর্ধদিবস কর্মসূচি। ওই কর্মসূচি শেষে রবিবার (২৫ মে) শেষ হয় অর্ধদিবস কর্মবিরতি। পরদিন সোমবার (২৬ মে) থেকে শুরু হয় লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি।

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন, যা আগের ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ২০১ জন থেকে কিছুটা কমেছে।

আন্দোলনের বিষয়ে মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে, যা আমরা মানি না। আমরা ১১তম গ্রেড দাবি করছি। এটি পূরণ না হলে কর্মসূচি চলবে।’

তাদের তিন দফা দাবি হলো-

১. কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংশোধন করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করা এবং দ্রুত পদোন্নতি প্রদান।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা২৪-এর রঙে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ
‘সামাজিক বৈষম্য নিরসনে সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’
ঢাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের বিচার দাবি সাদা দ‌লের
সর্বশেষ খবর
রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫
রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২
আগারগাঁওয়ে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে অর্ধশতাধিক দোকান ভাঙচুর, আহত ২
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সর্বাধিক পঠিত
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’