নৌযানে দেখা যাবে নাটক-চলচ্চিত্র

সভায় বক্তব্য রাখছেন শহীদুল আলম সাচ্চুবাংলাদেশের টেলিভিশন-চলচ্চিত্র দর্শক, বেতার শ্রোতা এবং পত্রিকা পাঠকদের সংগঠন ‘দর্শক-শ্রোতা-পাঠক ফাউন্ডেশন’ একটি অভিনব আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
‘জলযাত্রায় চলচ্চিত্র, নাটক ও গান উৎসব’ শিরোনামের এ আয়োজনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযানে নাটক-সিনেমা দেখাবে। আর এগুলো হবে মহান মুক্তিযুদ্ধভিত্তিক। বছরব্যাপী এই উৎসবের পুরো পরিকল্পনায় সহযোগী হিসেবে থাকবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

এ উপলক্ষে আজ (৮ এপ্রিল) দর্শক-শ্রোতা-পাঠক ফাউন্ডেশন ‘বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা’র সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সংস্থার পল্টনস্থ কার্যালয়ে সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংস্থার সহসভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারি এবং কলিমুল্লাহ প্রমুখ। দর্শক, শ্রোতা, পাঠক ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, সাধারণ সম্পাদক অভিনেতা-নির্মাতা শহিদুল আলম সাচ্চু, সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এবং পরিচালক রাশেদা রওনক খান। 
এতে জানানো হয়, বাংলা নতুন বছরে অর্থাৎ আগামী ১ বৈশাখ থেকে এই উৎসব শুরু হবে। তখনই পুরো পরিকল্পনা জানানো হবে।
/এম/