তবুও হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ!

তবুও হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ!বৃহস্পতিবার (১১ মে) আদালতের নির্দেশে হঠাৎ স্থগিত করা হয়েছে সদ্য নির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। কিন্তু এরইমধ্যে নবনির্বাচিতদের শপথ পাঠের সিদ্ধান্ত নিয়েছেন  প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

শুক্রবার (১২ মে) তিনি স্পষ্ট ভাষায় জানান, পূর্ব সূচি অনুযায়ী আজ (শুক্রবার) বিকাল ৫টায় নবনির্বাচিতদের নিয়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আদালতের রায়ের বিরুদ্ধে না গিয়ে তিনি কাজটি করছেন বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন। বলেন, ‌‘আমরা স্টে অর্ডারটি ভালোভাবে বিশ্লেষণ করেছি। সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে, বিবাদীগণের কাছে ক্ষমতা হস্তান্তরের না করার কথা। আমরা ক্ষমতা হস্তান্তর করছি না। আমরা শুধু শপথ পাঠ করাচ্ছি! ক্ষমতা হস্তান্তর করবে আগের কমিটি। এটা গঠনতন্ত্রেই লেখা আছে।’
তার কাছে জানতে চাওয়া হয়, শপথ পাঠ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিনা? তিনি বলেন, ‘না, তা নয়।’
এদিকে বিষয়টি জানতে চাওয়া হয় নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলুর কাছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনেছি, বিকালে এটি হবে। কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে চাই না। মূলত আমি বিষয়টি স্পষ্ট নই।’
ঢাকার সিনিয়র সহকারি জজ ২য় আদালতের নির্দেশে গতকাল (১১ মে) এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ড এর চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি (গত নির্বাচনের) শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে আদালত এই নির্দেশনা দেয়।
উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বিজয়ী হন। আদালতের নিষেধাজ্ঞা
/এম/এমএম/

আদালতের নির্দেশে শিল্পী সমিতির নির্বাচনি ফলাফল স্থগিত

সানীর অভিযোগে পুনরায় ভোট গণনা, ফল মঙ্গলবার

চলচ্চিত্র শিল্পীদের সভাপতি মিশা, সম্পাদক জায়েদ