ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’

আশনা হাবিব ভাবনা (ছবি: সাজ্জাদ হোসেন)অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার নাম লেখালেন ঔপন্যাসিকের খাতায়। লেখা ও প্রচ্ছদ বানানো হয়ে গেছে। এখন চলছে ছাপা ও বাইন্ডিংয়ের কাজ। এবারের একুশে বইমেলায় প্রকাশ হবে তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’।

ভাবনা বাংলা ট্রিবিউনকে জানালেন, তাম্রলিপি প্রকাশনা থেকে আসছে উপন্যাসটি। তার কথায়, ‘আমি খুব উচ্ছ্বসিত। প্রথম ছবি মুক্তির মতো টেনশন হচ্ছে। একটি মানবিক উপন্যাস লেখার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি। পাঠকের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।’

যোগ করে ভাবনা আরও বললেন, ‘উপন্যাসটির মূল চরিত্র ৮৭ বছরের বৃদ্ধা গুলনেহার। তাকে ঘিরেই গ্রন্থটি সাজানো। তার স্বপ্ন, প্রেম আর কষ্টের চিত্র পাওয়া যাবে এতে।’

ভাবনার প্রথম ছবি ‘ভয়ঙ্কর সুন্দর’ মুক্তি পায় গত বছর। অনিমেষ আইচের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।