একবার ডাকাতি করতে গিয়ে বিশাল বিপদ হয়ে যায়। ধরা পড়ে সে। অতঃপর থানা পুলিশ, তারপর জেলখানায় যায়। নাম তার ‘বর্ষা ডাহাইত’।
এটা একজন অপরাধীর গল্প। এমন বেশ কয়েকজন অদ্ভুত চরিত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক। নাম ‘লাল দালান’। নাটকের প্রায় পুরো দৃশ্যই দেখানো হবে কারাগারের ভেতরে।
এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।
এখানে জল্লাদ হিসেবে আছেন বরদা মিঠু। রহস্যময়ী অপরাধী হিসেবে আছেন আখম হাসান। আর পাইরেসি অপরাধী হিসেবে অভিনয় করেছেন সংগীতশিল্পী কাজী শুভ। এছাড়া সাংবাদিকের ভূমিকায় আছেন শখ।
নাটকটি প্রসঙ্গে আদিবাসী মিজান বললেন. ‘গত সপ্তাহে উত্তরায় সেট ফেলে এর দৃশ্য ধারণ হয়েছে। পুরো সেট হয়েছে কারাগারের আদলে। অপরাধীদের নিয়ে হলেও এটাতে যেমন হাসি আছে তেমনি কিছু বার্তাও আছে।’
জানা যায়, এটি সাত পর্বের ধারাবাহিক। ঈদে প্রচার হবে বৈশাখী টিভিতে।