প্রমিথিউস কর্তা বিপ্লব ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে বেছে নেন দেশ ছাড়ার সিদ্ধান্ত। থিতু হন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে গানে সেভাবে নিয়মিত হতে পারেননি। পেশা হিসেবে বেছে নেন ট্যাক্সি ক্যাব!
তবে সাম্প্রতিক সময়ে ফের গানে নিয়মিত পাওয়া যাচ্ছে এই জনপ্রিয় শিল্পীকে। কিছুদিন আগে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি করেছিলেন ‘নতুন বাংলাদেশ’ শিরোনামের গান। এটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
সেই রেশ কাটতে না কাটতে এবার ‘লাল জুলাই’ নিয়ে দেশের গান প্রকাশের ঘোষণা দিলেন বিপ্লব। গানের শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’।
গানটির কথা লেখার পাশাপাশি কণ্ঠ, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন বিপ্লব।
গানটি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় বিপ্লব বলেন, ‘‘২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই ‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি তৈরি করা। চেষ্টা করবো প্রতি বছর লাল জুলাইয়ে গানটি কোনও না কোনও আয়োজনে গাওয়ার।’’
জানান, এই গানের পাশাপাশি আরও কিছু ভিন্ন ধাঁচের গান বছরের বিভিন্ন সময়ে প্রকাশ করবেন বিপ্লব। অনুমান করা যায়, ফের গানে নিয়মিত হচ্ছেন প্রাক্তন এই ব্যান্ড তারকা।