ফের নাম বদল!

শাকিব খান ও শবনম বুবলীশাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ ছবিটির জমকালো মহরত হয়েছিল ২০১৮ সালে।
এরপর নাম বদল, শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগসহ নানা বাধা অতিক্রম করলো ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া।
এদিকে বছরের শেষ প্রান্তে এসে ২৯ ডিসেম্বর জানা গেল, ছবিটির নাম বদল হয়েছে আরেকবার! প্রথমে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ থেকে ‘মাননীয় সরকার’ বাদ দিয়ে হলো ‘একটা প্রেম দরকার’। সর্বশেষ সেটিও বদলে গেল। রাখা হলো ‘ক্রিমিনাল’।
ছবির পরিচালক শাহিন সুমন বলেন, ‘‘ছবিটির নাম পরিবর্তন করে এবার রেখেছি ‘ক্রিমিনাল’। এটাই ফাইনাল। গল্প এই নামটি ডিমান্ড করে। ছবিটি দেখলে দর্শক নামের সার্থকতা খুঁজে পাবেন।’’
পরিচালক জানান, নতুন বছরের প্রথম সপ্তাহ নাগাদ কালার কারেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ করা হবে। আর মুক্তির প্রক্রিয়া চলছে ঈদুল আজহা উৎসবে।
শাকিব খান-বুবলী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।