১৬ প্রেক্ষাগৃহে ‘হৃদয়জুড়ে’, ১২টিতে ‌‘রবিবার’

নিরব ও প্রিয়াঙ্কা

আজ (২৮ ফেব্রুয়ারি) দেশের ১৬টি প্রেক্ষাগৃহে আসছে ঢালিউডের নিরব হোসাইন ও টলিউডের প্রিয়াঙ্কা সরকারের প্রথম চলচ্চিত্র ‌‘হৃদয়জুড়ে’। ছবিটি পরিচালনা করেছেন রফিক সিকদার। অন্যদিকে ১২টি হলে দেখা যাবে জয়া আহসান ও কলকাতার প্রসেনজিৎ অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘রবিবার’।
এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। ছবিটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির প্রধান অনন্য মামুন বলেন, ‘‘ছবিটি নিয়ে তেমন একটা প্রচারণার সুযোগ আমরা পাইনি। তবে এর মুখ্য দুই চরিত্রে অভিনয় করা জয়া আহসান ও প্রসেনজিতের ভালো দর্শক আছেন। তাই আমরা বেশ আশাবাদী।’

প্রসনজিৎ ও জয়া

এদিকে, ‘হৃদয়জুড়ে’ চলচ্চিত্রের নায়ক নিরব বলেন, ‘অল্প সংখ্যক সিনেমা হলে আমরা প্রথমে মুক্তি দিচ্ছি। দর্শকদের আগ্রহের ওপর ভিত্তি করে এর সংখ্যা আরও বাড়ানো হবে। চলচ্চিত্রটি মুক্তির আগে থেকেই আলোচিত। তাই আশা করছি এটি দেখে দর্শকরা হতাশ হবেন না।’

রফিক সিকদার পরিচালিত এ ছবিটি গত ৬ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। এরপর থেকেই চলছে এর প্রচারণা।
ছবিটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।
অন্যদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনুর তৃতীয় ছবি ‘রবিবার’। গত ডিসেম্বরে এটি ভারতে মুক্তি পেয়েছিল।