লকডাউন পেরিয়ে নির্মাণ হলো ‘মাল্টি প্লাগ’

একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে সৈয়দ জামান শাওন‘অনেক দিন ঘরবন্দি থাকার পর শুটিংয়ে ফিরে ভালো লেগেছে। তবে একটা আতঙ্কও ছিল ভেতরে ভেতরে। এই আতঙ্ক সচেতন থাকার।’

অঘোষিত লকডাউন পেরিয়ে শুটিং করার অভিজ্ঞতা এভাবেই শেয়ার করলেন নাট্যনির্মাতা হারুন রুশো। সম্প্রতি তিনি নির্মাণ করলেন ‘মাল্টি প্লাগ’ নামের একটি নাটক। উদ্দেশ্য, আসন্ন ঈদ উৎসব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, পারসা ইভানা, রাইসা রিয়া, সায়মা আখতার, তানজিম হাসান অনিক, নিথর মাহবুব প্রমুখ।
পরিচালক জানান, ঈদে নাগরিক টিভিতে প্রচার হবে এটি। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শাওন ও নিথর মাহবুব। দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছোট ভাই একের পর এক প্রেম করে। আর বড় ভাইয়ের মাথায় চুল কম বলে প্রেমের বাজারে সুবিধা করতে পারে না। এ নিয়ে চলে নানান মজার মজার ঘটনা।
পরিচালক হারুন রুশো বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির কারণে আগের মতো এখন আর শুটিংয়ে আনন্দে মেতে ওঠা যায় না। কারণ, সবসময় সচেতন থাকতে হয়। আমরা সব রকমের নিরাপত্তা মেনেই শুটিং করেছি। নাটকের গল্পটি আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ঈদের জন্য চলমান করোনাকালে আরও চারটি নাটক পরিচালনা করার পরিকল্পনা আছে রুশোর।