এবার এফডিসিতে কোরবানি দেবেন নিপুণও

নিপুণঅসচ্ছল শিল্পীদের দুর্দশা দেখে গত কয়েক বছর ধরে বিএফডিসিতে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমনি। এরপর এতে যুক্ত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এতে কম আয়ের শিল্পীরা যেন কিছু দিনের জন্য স্বস্তি পান।
কিন্তু চলতি বছর করোনার কারণে সমিতি কোরবানি দেওয়ার উদ্যোগ থেকে পিছিয়ে গেছে। তবে নতুন করে এবার এগিয়ে এলেন আরেক চিত্রনায়িকা নিপুণ।
পরীমনির মতো তিনিও এবার এফডিসিতে কোরবানি দেবেন। নিপুণ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রে কাজ কমে যাওয়া ও করোনায় বিপদে পড়েছেন বেশিরভাগ সহশিল্পী, যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই বললেই চলে। এসব শিল্পীর জন্য এবার কোরবানির আয়োজন করছি।’নিজের যুক্ত হওয়ার আরও একটি কারণ বললেন তিনি। তার ভাষ্য, ‘চলতি বছর এফডিসিতে কোরবানি কম হচ্ছে। যে কারণে আমাদের মধ্যে যারা নিম্ন আয়ের শিল্পী রয়েছেন, তাদের অনেকেই ঈদের দিন কোরবানি দিতে পারবেন না। তাদের কথা ভেবেই আমি প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিচ্ছি।’

এবার এফডিসিতে একাই কোরবানি দেবেন পরীমনি

এবার নিপুণ এফডিসি ছাড়াও ঢাকা ও গ্রামে মোট ৫টি গরু ও ৪টি ছাগল কোরবানি দেবেন। তারমধ্যে তিনটি গ্রামের বাড়িতে আর একটি করে ঢাকা ও এফডিসিতে দেওয়া হবে।
তিনি জানালেন, গ্রামের বাড়িতেও গরিবদের মাঝে বেশি মাংস দেওয়ার জন্য বড় পরিসরে কোরবানি দিচ্ছেন।
সম্প্রতি এফডিসির প্রায় ৬০০ কলাকুশলীকে ঈদ উপহার দিয়েছেন নিপুণ। এর আগে তিন শতাধিক শিল্পীকে নিত্যপণ্য দেন তিনি।
২০১৬ সাল থেকে পরীমনির হাত ধরে এফডিসিতে কোরবানি দেওয়াটা রীতিতে পরিণত হয়েছে।