শতবর্ষে সত্যজিৎ: যেমন বললেন জয়া আহসান

বাংলার কিংবদন্তি লেখক-নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিন আজ (২ মে)। ১৯২১ সালের এই দিনে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্ম নেন তিনি। শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, সংগীত পরিচালক ও সাহিত্য রচনা- সব মিলিয়ে সত্যজিৎ রায় ছিলেন একাই একশ’। তাই তো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত তিনি। তার জন্মশতবর্ষে স্মরণ করলেন জয়া আহসান-

আধুনিক বাংলা সংস্কৃতি জগতের এক বিরল প্রতিভা ছিলেন তিনি। চলচ্চিত্র পরিচালনায় তার অসাধারণ নৈপুণ্য এবং মানবিক দৃষ্টিভঙ্গি বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা তৈরি করেছিল।

বামনদের ভূখণ্ডে তাঁর মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।

কিশোরীবেলায় তাঁর লেখায় ছিল আমাদের আনন্দের পৃথিবী। কিছুটা বড়বেলায় তাঁর ছবি খুলে দিয়েছিল আমাদের মন। বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই।

পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন অনেক ওপরে।
আজ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। আমরা এখনও ফিরে আসছি তাঁর ছবির কাছে। একশ’ বছর পরে বোধ করি আরও বেশি করে ফিরে আসতে হবে।