১৭ দিন পর বাসায় ফিরলেন অভিনেতা আলমগীর

টানা ১৭ দিন পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আলমগীর। তার কন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (৫ মে) বিকাল সাড়ে ৫টার দিকে বাসায় ফেরেন তার বাবা।

তিনি কি করোনা নেগেটিভ হয়েছেন? এমন প্রশ্নের জবাবে আঁখি বলেন, ‘আব্বু এখন পুরোপুরি সুস্থ। ফুসফুসে কোনও ইনফেকশন নেই। তাই চিকিৎসকদের পরামর্শেই বাসায় নিয়ে এসেছি। ৫/৬ দিন পর করোনা টেস্ট করাবো। আশা করছি ফলাফল নেগেটিভ আসবে।’

গত ১৭ এপ্রিল করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আলমগীর, রুনা লায়লা, আঁখি আলমগীরসহ পরিবারের অন্য সদস্যরা। ১৮ এপ্রিল করোনা টেস্টে পজিটিভ ফল পান আলমগীর। একই দিন বিকালে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

এদিকে, বিশেষজ্ঞদের মতে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হয়। আলমগীর সে সময়টুকু পাননি বলেই করোনাভাইরাসে আক্রান্ত হন। টিকা না নিলে এই ভাইরাস আরও ক্ষতির কারণ হতো বলেও অভিমত চিকিৎসকদের।