X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শাকিবে মুগ্ধ আলমগীর-রুনা লায়লা

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২৩, ১৭:৫০আপডেট : ২২ জুন ২০২৩, ১৯:৫৭

আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত বেশ কয়েকটি সিনেমা। সবাই প্রচারণাও চালাচ্ছে পুরোদমে। তবে গত ২০ জুন সন্ধ্যায় আলোচনার সিংহভাগ আলো নিজের দিকে নিয়ে নেন শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারে বয়োবৃদ্ধ রূপে হাজির হয়ে চমকে দেন সবাইকে। মুহূর্তেই তার বন্দনায় মেতে ওঠে সাধারণ দর্শক থেকে তারকা, সবাই।

এবার সেই তালিকায় শামিল হলেন দেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বলতম দুই নক্ষত্র চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। আর শাকিবের জন্যও বার্তা দিলেন একই পোস্টে।

বুধবার (২১ জুন) মধ্যরাতে ‘প্রিয়তমা’র পোস্টারটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন আলমগীর। সঙ্গে মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, ‘চমৎকার কাজ করেছো শাকিব। অনেক শুভকামনা ও দোয়া রইলো।’

আলমগীরের পোস্টে প্রশংসার ডালা নিয়ে হাজির হন রুনা লায়লা। তিনি মন্তব্যের ঘরে লেখেন, ‘শাবাশ! দারুণ করেছো। ও আমার অন্যতম প্রিয় অভিনেতা। অনেক শুভকামনা রইলো তোমার (শাকিব) জন্য।’

বৃদ্ধের রূপে শাকিবকে এর আগে সেভাবে দেখা যায়নি। তার ওপর এখানে মেকআপের কাজটিও করা হয়েছে অত্যন্ত দক্ষভাবে। ফলে চমকে গিয়ে প্রশংসায় কমতি রাখছেন না কেউই।

কেবল শাকিবের নিজের ফেসবুক পেজেই পোস্টারটিতে ১ লাখ ৮৭ হাজার রিঅ্যাকশন এসেছে। সঙ্গে ৩১ হাজার মন্তব্য আর সাড়ে পাঁচ হাজারের বেশি শেয়ার। এর বাইরে ঢাকাই শোবিজের সিংহভাগ তারকাই পোস্টারটি নিজ নিজ সোশ্যাল পাতায় পোস্ট করেছেন।

‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। ছবিটির কাজ ইতোমধ্যে সম্পন্ন, পেয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্রও। ফলে ঈদে মুক্তিতে আর কোনও বাধা নেই। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
রাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
সিনেমা সমালোচনারাজকুমার: ‘প্রশ্নবিদ্ধ’ এক বিয়োগান্তক ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু