তুহীনের কণ্ঠে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা (ভিডিও)

একটি দৃশ্যে তানযীর তুহীনঅন্যতম বাংলা সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এবার উঠে এলো গানে। আর এটি করেছেন আভাস ব্যান্ডের দলনেতা তানযীর তুহীন।

ঈদ উপলক্ষে ইতোমধ্যে এটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। গানের শিরোনাম রাখা হয়েছে ‌‘ওরা’।

এর কিছু পঙক্তি হলো- হারায় ওরা হারায় ওরা এমনি ক’রে হারায়/ মেঘের থেকে রোদ বুঝিবা এমনি ক’রে ছাড়ায়/ ওরা জানে অনেক, অনেক/ পথ চলতে দাঁড়ায় ক্ষণেক/ গলির মুখে জিরাফ ওরা/ মানুষ খোঁজে পাড়ায়।

এর সুর ও সংগীত করেছেন মেঘদলের রাশিদ শরীফ শোয়েব। গানটির ভিডিও তৈরি করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

তুহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর পুরো উদ্যোগটাই শোয়েবের নেওয়া। শক্তি চট্টোপাধ্যায় আমার প্রিয় কবিদের একজন। কাজটি করে খুবই ভালো লেগেছে।’

ভারতীয় কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়কে জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে ধরা হয়। তিনি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।

এদিকে, তুহীন জানালেন, তিনি ব্যস্ত আছেন গান নিয়ে। চলছে নিজ ব্যান্ড আভাসের কাজ।