X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
ঈদ বিশেষ

‘পজিটিভ না থাকলে মানুষ বাঁচতে পারবে না’

বিনোদন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৩, ০৯:২৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:২৯

সংবাদমাধ্যম থেকে সোশ্যাল হ্যান্ডেলের পাতা খুললেই দেখা যায় খারাপ কিংবা নেতিবাচক খবরের ছড়াছড়ি। সঙ্গে কাদা ছোড়াছুড়ি, বিতর্ক-সমালোচনা আর নিন্দার গল্পগাথা। তারকাদের সামাজিক কিংবা মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও নেতিবাচক শব্দের মিছিল লেগে থাকে হরহামেশা। কিন্তু এসব নেতিবাচক ঝড়ের ভেতরে কি কোনও ইতিবাচক বিষয় নেই? যা নিন্দা-সমালোচনার স্রোতের বিপরীতে ভালো-আলোর দিকে উৎসাহিত করবে ভক্ত কিংবা সমাজকে। থাকলে সেটা কেমন? এবারের ঈদ বিশেষ আয়োজনে শোবিজ তারকাদের কাছ থেকে তেমন কিছুই জানার চেষ্টা করেছে বাংলা ট্রিবিউন। এ পর্বে রইলো ব্যান্ড তারকা তানযীর তুহীনের দৃষ্টিভঙ্গি।

‘আভাস’ ব্যান্ডের এই শিল্পী বলেন, ‘সব কিছুর পরও দেশের মানুষ সুখে আছে, বেঁচে আছে, এটাই তো পজিটিভ ব্যাপার। আর পজিটিভ না থাকলে তো মানুষ বেঁচে থাকতে পারবে না। নতুন স্বপ্ন দেখা, নতুন কিছু সৃষ্টি করতে পারবে না।’

সোশ্যাল মিডিয়ায় মানুষের যে নেতিবাচক চর্চা, এটা প্রকৃত শিক্ষার অভাবে ঘটছে বলে মনে করেন তুহীন। তার ভাষ্য, ‘তাদের শিক্ষা নেই। প্রকৃত শিক্ষা থাকলে তো কেউ এমন নেতিবাচক বিষয়ে চর্চা করার কথা না। কারণ, প্রকৃত শিক্ষা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, ইতিবাচক মনোভাব তৈরি করে।’

তানযীর তুহীন ঈদ উপলক্ষে কোনও নতুন গান আসছে না বলে জানালেন তানযীর তুহীন। তবে কিছু দিন পরই তার ব্যান্ড ‘আভাস’ থেকে নতুন গান আসবে। সেটি সম্পর্কে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, তানযীর তুহীন দেশের ব্যান্ড মিউজিকে অন্যতম সফল কণ্ঠ। নন্দিত ব্যান্ড ‘শিরোনামহীন’-এ তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়া একক শিল্পী হিসেবেও তিনি একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আহত কিছু গল্প: সুরের উদ্যান থেকে কাগজের পাতায় তুহীন
আহত কিছু গল্প: সুরের উদ্যান থেকে কাগজের পাতায় তুহীন
ওয়েব সিরিজ ‘বলি’তে ইমন-তুহীন
ওয়েব সিরিজ ‘বলি’তে ইমন-তুহীন
তুহীনের কণ্ঠে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা (ভিডিও)
তুহীনের কণ্ঠে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা
লাইফ সাপোর্টে মেহের আফরোজ শাওনের মা