X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আহত কিছু গল্প: সুরের উদ্যান থেকে কাগজের পাতায় তুহীন

কামরুল ইসলাম
কামরুল ইসলাম
২৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫

কণ্ঠ দিয়ে খ্যাতি। তবে এর বাইরে তার লেখার হাত, সুরের মননও বিস্তৃত। যেটার প্রমাণ অতীতে বহুবার মিলেছে। তিনি তানযীর তুহীন। দেশের ব্যান্ড মিউজিকের অন্যতম সফল কণ্ঠ। বর্তমানে নিজের গড়া ব্যান্ড ‘আভাস’ নিয়ে তার ধীর পায়ে পথচলা।

গানের তুহীনের নামের পাশে এবার আরেকটি পদবী আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে। লেখক। তার লেখা প্রথম বই প্রকাশিত হচ্ছে এবারের বই মেলায়। নাম ‘আহত কিছু গল্প’। হ্যাঁ, নামটি অনেক শ্রোতার কাছেই পরিচিত। এটি তুহীনের সৃষ্ট ও গাওয়া একটি গানের শিরোনাম।

তাই নামের অন্তরাল খোঁজা যাক আগে। কেন এই নাম? শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপে তানযীর তুহীন বললেন, ‘ওই গানের সঙ্গে বইটির বিশেষ কোনও সংযোগ নেই। আসলে ভালো কিছু তো আমরা হারিয়ে ফেলি। কিছু যদি ধরে রাখা যায় কিংবা কোনও ভাবে ফিরিয়ে আনা যায়; সেই চেষ্টা আরকি।’

তানযীর তুহীন গানে ডুবে থাকা মানুষ হঠাৎ বই লিখলেন কেন, সে প্রসঙ্গটি বাদ দেওয়া যায় কী করে! জবাব দিলেন ‘আলো’র কণ্ঠ। বললেন, ‘বই লেখার ইচ্ছে ছিল আমার; তবে এত দ্রুত সেটা ভাবিনি। বলতে পারেন, প্রকাশকের অনুরোধেই বইটি করা। নিজের জীবনের, চোখে দেখা আর কল্পনার মিশেলে কিছু গল্প একত্র করেছি এখানে।’

অনুরোধে ঢেঁকি গিলেই কি শেষ? ভবিষ্যতে কি তবে তুহীনের শব্দ-বাক্য কাগজের পাতায় পাওয়া যাবে না? বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া এরকম, ‘আসলে সব গল্প তো লেখা হয়ে গেছে। এখনকার কিংবা ভবিষ্যতের গল্পও মানুষ জানে। ফলে যা-ই লিখবেন না কেন, কিছু না কিছু মিলে যাবে। আর আমরা তো গানের মানুষ। এটার পেছনে সময় দিতে হয়, গানের ভাবনায় ডুবে থাকতে হয়। এর ফাঁকে বই লেখা দীর্ঘ সময়ের ব্যাপার। এছাড়া লেখা নিয়ে আলাদাভাবে চিন্তা করা, ভাবাও জরুরি। তবু ভবিষ্যতে যদি নিজের ভেতর থেকে তাড়না আসে, মৌলিক বা সহমৌলিক মিলিয়ে হয়ত লেখা হবে।’

সম্প্রতি ‘আহত কিছু গল্প’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে অন্তর্জালে। পাঠকের সাড়া কেমন, সে বিষয়ে এখনও খোঁজ নেননি বলে জানালেন তুহীন। তার ভাষ্য, ‘আমি প্রকাশককে তাকে আগেই বলে রেখেছি, ছাপার খরচটা উঠলেই চলবে। যেহেতু আমার প্রথম বই, এর বেশি কিছু যেন প্রত্যাশা না করেন। প্রি-অর্ডারে কিছু পাঠক সাড়া দিচ্ছেন। আর আশা করি মেলায় অনেকে সরাসরি কিনতে আসবেন।’

তানযীর তুহীন পুস্তকালোচনা ঢের হলো। গানের মানুষের গান-খবরও নেওয়া প্রয়োজন। প্রশ্ন তুলতেই তানযীর তুহীন বললেন, ‘গান আর ব্যান্ড নিয়েই যত ব্যস্ততা। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আছি। আজ (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করবো। এখানে জেমস ভাইও পারফর্ম করবেন। আর দুটি নতুন গানের কাজ চলছে, প্রায় শেষ। এছাড়া আমরা একটা লিরিক হান্ট আয়োজন করেছিলাম। সেখান থেকে ১০টি লিরিক তো বাছাই করেছি। এই প্রজেক্টও করবো অবশ্যই। আসলে নতুন ব্যান্ড তো, কিছু সদস্য পরিবর্তন হয়েছে। আমরা একটু স্থির হওয়ার চেষ্টা করছি। এরপরই ওই প্রজেক্টের কাজ শুরু করবো।’

যদিও প্রায় সবার জানা, তবু মনে করিয়ে দেওয়া, তানযীর তুহীনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। দেশসেরা বিদ্যাপীঠ বুয়েট থেকে পড়েছেন স্থাপত্যকলায়। এর পাশাপাশি সংগীতেও আলাদা পাঠ নিয়েছেন। ২০০০ সালের দিকে বন্ধুদের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ‘শিরোনামহীন’। ভোকাল হিসেবে এই ব্যান্ডের সঙ্গে তিনি বেশ কিছু অ্যালবাম ও শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন। ২০১৭ সালে মতানৈক্যের কারণে ব্যান্ডটি থেকে সরে আসেন তুহীন। এরপর নিজেই গড়ে তোলেন ‘আভাস’। তানযীর তুহীন

/এমএম/
সম্পর্কিত
‘পজিটিভ না থাকলে মানুষ বাঁচতে পারবে না’
ঈদ বিশেষ‘পজিটিভ না থাকলে মানুষ বাঁচতে পারবে না’
ওয়েব সিরিজ ‘বলি’তে ইমন-তুহীন
ওয়েব সিরিজ ‘বলি’তে ইমন-তুহীন
তুহীনের কণ্ঠে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা (ভিডিও)
তুহীনের কণ্ঠে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র