কতবার যে মুখে বাড়ি খেয়েছি: টম ক্রুজ

হলিউডের ব্লকবাস্টার ‘মিশন ইম্পসিবল’-এর স্টানবাজি দেখতে মুখিয়ে থাকে গোটা দুনিয়ার তাবৎ দর্শক।

টম ক্রুজের দুর্ধর্ষ সব কাজ-কারবার দেখে বিমোহিত হয় দর্শক। তারা যতোটা না আনন্দ পান, ঠিক তার বিপরীতে ততোটাই খাটনি সহ্য করতে হয় টম ক্রুজকে। সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে টম অকপটে স্বীকার করেছেন ‘মিশন ইম্পসিবল’-এর অনেকগুলো পর্বেই তাকে শারীরিকভাবে বেশ আঘাত সহ্য করতে হয়েছিল।

১৯৯৬ সালে সিআইএ ভবনের ভল্টে চুরির দৃশ্যে অভিনয় করতে গিয়ে দম আটকানোর দশা হয়েছিল টম ক্রুজের। বললেন, ‘‘পরিচালক ব্রায়ান ডি পালমা যখন বললেন আরেকটি টেক নিয়েই শেষ করবো, তখনও বললাম যে আমি পারবো। এরপর শুরু হলো ওপর থেকে কোমরে দড়ি বেঁধে ভল্টের মেঝের চুল পরিমাণ ওপরে ঝুলে থাকা। এ কাজটা করতে গিয়ে কতবার যে মুখ মেঝেতে বাড়ি খেয়েছে...। এরপর দড়িতে ঝুলছি তো ঝুলছিই, পুরো শরীর ঘেমে একাকার। পরিচালকের ‘কাট’ বলার নামগন্ধ নেই। অনেকক্ষণ পর পরিচালক হাসতে হাসতে অবশেষে বললেন ‘কাট’। আর হাঁফ ছেড়ে বাঁচলাম।’’

টমের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সব সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। ২০২২ সালের মে’তে পরবর্তী ‘এমআই-৭’ রিলিজ হওয়ার কথা রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস