মা ডিজাইনার মেয়ে মডেল (ভিডিও)

তারকা শিল্পীদের মধ্যে সম্ভবত আঁখি আলমগীরই ব্যতিক্রম ছিলেন। গানের বাইরে যার আর কোনও শাখা ছিলো না। অথচ তার শুরুটাই হলো শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে।

এরপর অভিনয় তো নয়ই, গানের বাইরে অন্য কোনও উদ্যোগের সঙ্গে সচেতনভাবেই জড়াননি তিনি। তবে এই পর্যায়ে এসে চমকে দিলেন সংগীতের এই গ্ল্যামারাস মুখ। সামনে এলেন ফ্যাশন ডিজাইনার হিসেবে আর মডেল হিসেবে নিজের পাশাপাশি দাঁড় করালেন নিজের বড় মেয়ে স্নেহাকে।

২২ জুন (মঙ্গলবার) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে নিজের ফ্যাশন ডিজাইনার হওয়া এবং ফ্যাশন হাউজ চালুর কথা জানান আঁখি। ফ্যাশন হাউজের নাম রেখেছেন ‘মখমল’।

এমন সারপ্রাইজ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন একজন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। যা এতোদিন নিজের জন্যই মূলত করতাম। এবার সেই অভিজ্ঞতা সবার জন্য উন্মুক্ত করলাম।’

করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ বিপণন ব্যবস্থা এখন চলছে অনলাইনের মাধ্যমে। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে গোটা বিশ্বে।

‘মখমল’-এর শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। তবে ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমশ বাড়বে।

১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমার মাধ্যমে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আঁখি আলমগীর। মাঝে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০১৮ সালে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমাতে গাওয়ার জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবেও ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।